দিলোয়ার হোসেন : বুধবার (১৯মে) আজমিরীগঞ্জ পৌরসভার নগর গ্রামে সরকারী আদেশ অমান্য করে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও খালের পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে নগর গ্রামের মোঃ বিলাল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ বিলাল মিয়াকে কারাদন্ড প্রদান করেন এবং অবৈধ স্হাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করেন।

ছবি : অভিযান পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ
আজমিরীগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ দৈনিক আমার হবিগঞ্জকে জানান, ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন সরকারী সম্পত্তি দখল করে সাধারন মানুষের ভোগান্তি দেওয়ার কোন অধিকার তার নেই। যারা এহেন কাজ করবে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।
এসময় এস আই জাহাঙ্গীর এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করে।