আজমিরীগঞ্জে ‘শিক্ষাবন্ধু’ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 22 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে ‘শিক্ষাবন্ধু’ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিক্ষা বন্ধু আজমিরীগঞ্জের শুভ উদ্বোধন করা হয়েছে ৷ করেনা পরিস্থিতির কারণে বন্ধ হওয়া মাধ্যমিক শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে ক্যাবল টিভির মাধ্যমে দুরশিক্ষণের এই কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ৷

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উদ্বোধন কার্যক্রমের প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল হাসান ৷

ক্যাবল দুরশিক্ষণ কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুউল্লাহ,জেলা আইসিটি এম্বাসেডর মেরাজুল ইসলামের উপস্থাপনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন ৷

 

ছবি: ক্যাবল টিভির মাধ্যমে দুরশিক্ষণের এই কার্যক্রম উদ্বোধন

 

জেলা প্রশাসক কামরুল হাসান উদ্বোধন সভায় বলেন- শিক্ষার কোনো বিকল্প নেই। একটি উন্নত দেশ, জাতির মুল মেরুদন্ডই হচ্ছে শিক্ষা ৷ মহামারি করোনা পরিস্থিতিতে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও স্কুল কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে ৷ তবে সরকারের আন্তরিক প্রচেষ্টায় অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম চালু রয়েছে৷ গ্রামীণ জনপদে এই অনলাইন ক্লাসকে শিক্ষার্থীদের দোড়গোড়ায় পৌঁছে দিতে ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে এই কার্যক্রমের উদ্যেগ নেয়া হয়েছে৷ হবিগঞ্জ জেলায় এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যি প্রশংসনীয়। ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে পাঠদান করতে শীঘ্রই এই উপজেলায় একটি পাঠদান স্টুডিও স্থাপনের আশ্বাস ও দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

উদ্বোধনী সভায় বক্তারা আরো বলেন- হবিগঞ্জ জেলায় আজমিরীগঞ্জ উপজেলা মাধ্যমিক পর্যায়ে এবছর প্রথম সারিতে এগিয়ে এসেছে, এই ধারাকে অব্যাহত রাখতে এই পাঠদান কর্মসুচী বিশেষ অবদান রাখবে৷ ভবিষ্যৎ পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষার্থীদের ও পাঠদানের আওতায় আনা হবে বলে জানান বক্তারা ৷

সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিকুল ইসলাম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, সমাজ সেবা কর্মকরতা নাজমুল হাসান সোহাগ, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন বণিক, সহ সভাপতি- আবু হেনা, সাংবাদিক এনামুল হক মিলাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও আজমিরীগঞ্জ উপজেলার মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ৷

 

ছবি: ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান

 

উদ্বোধন কার্যক্রম শেষে জেলা প্রশাসক কামরুল হাসান আজমিরীগঞ্জ উপজেলার ২ নং বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামে পানি বন্দী বিভিন্ন এলাকা পরিদর্শনকালে ত্রাণ বিতরণ করেন ৷