দিলোয়ার হোসেন : আজমিরীগঞ্জ উপজেলা কাকাইলছেও বাজরে সকল লাইসেন্স বিহীন গ্যাস ব্যবসায়ীদের সর্তক বার্তা ও জরিমানা করেছেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান। বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান চালান তিনি।
লাইসেন্স বিহীন গ্যাস ব্যবসায়ীদের লাইসেন্স ও ফায়ার সার্ভিসের অনুমোদন কাগজ পত্র নিয়ে বৈধভাবে গ্যাস বিক্রি করতে বলেছেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান।

ছবি : ভ্রাম্যান আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান
লাইসেন্স ও সঠিক কাগজ পত্র না থাকায় মোঃ আল আমিন মিয়া পিতা আব্দুল গনি খান ৫০০০,আহমদ মিয়া পিতা আব্দুল জলিল ১ হাজার,আব্দুল সাত্তার পিতা আহাদ মিয়া ১হাজার এনামুল হক ভূঁইয়া,পিতা নুরুল হক ভূঁইয়া, ৩০০০,নরেন্দ্র রায়,পিতা হর কুমার রায় ২ হাজার ওখলিলুর রহমান, পিতা আনু মিয়া ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান,জানান আপনাদের কিছু দিনের ভিতরে কাগজ পত্র হাতে এনে বৈধভাবে ব্যবসা করতে হবে।
অন্যথায় আবার যদি মোবাইল কোর্ট আসে জরিমানার হার বাড়বে।
এসময় এস আই নিজাম উদ্দিন এর নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগিতা করেন।