আজমিরীগঞ্জে লাইসেন্সবিহীন স’মিলে অভিযান : জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 30 November 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে লাইসেন্সবিহীন স’মিলে অভিযান : জরিমানা আদায়

Link Copied!

মোস্তফা কামাল :  আজমিরীগঞ্জ বাজারে লাইসেন্সবিহীন স’মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৩০নভেম্বর) বেলা সাড়ে এগারটায় আজমিরীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান।

 

ছবি : আজমিরীগঞ্জ বাজারে একটি লাইসেন্সবিহীন স’মিলে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান

 

অভিযানের সময় বাজারে অবস্থিত আমান আলী টিম্বার স’মিলের লাইসেন্স না থাকায় করাতকল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুসারে স’মিলের বেল্ট জব্দ করা হয়। পাশাপাশি এই স’মিলের মালিকসহ দুইজনকে ৮হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। অন্যদিকে বিভিন্ন অপরাধে আজমিরীগঞ্জের আজিমনগর গ্রামের আক্তার হোসেনকে ৩ হাজার টাকা,আমির হোসেনকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বনবিভাগের কর্মকর্তা ও আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহায়তা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খান লাইসেন্সবিহীন অবস্থায় স’মিল না চালাতে এবং কাঠের ক্রয়-বিক্রয়সহ চিরাই কাঠ রেজিস্ট্রারে লিপিবদ্ধ করতে স’মিল মালিক ও চালকদেরকে নির্দেশনা প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।