আজমিরীগঞ্জে লকডাউন সফল করতে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 14 April 2021

আজমিরীগঞ্জে লকডাউন সফল করতে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন

Link Copied!

দিলোয়ার হোসেন :   সারা বাংলাদেশ সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকাল থেকেই আজমিরীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান ,সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মাঠে কাজ করে যাচ্ছেন। এসময় বিভিন্ন বাজারে অভিযান পরিচালিত করেন এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশা দেন তারা।

ছবি : লকডাউন সফর করতে মাঠে কাজ করে যাচ্ছে প্রশাসন

সরকারের নির্দেশনা মেনে বেশিরভাগ দোকানপাট,গাড়ি চলাচল বন্ধ রয়েছে।আজমিরীগঞ্জ উপজেলার প্রত্যেকটি বাজারে জনসমাগমও নিয়ন্ত্রিত রয়েছে। সকলকে নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয় এবং নির্দেশনা অমান্যকারীদের অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান।
লকডাউন থাকা প্রত্যেক দিন নিয়মিত অভিযান চলবে।
 সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এধরণের অভিযান ও নিরাপত্তা বাহিনীদের টহল অব্যাহত থাকবে।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়