আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে কঠোর লকডাউন নিশ্চিতে দিনব্যাপী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন বাজারে নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে তিনি অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ১১ জনকে ৫ হাজার ৯শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ছবি : আজমিরীগঞ্জে লকডাউন নিশ্চিতে যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্বে দিচ্ছেন নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান
নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান বলেন,দিনদিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। করোনা ভাইরাসের সংক্রমন থেকে বেঁচে থাকতে হলে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে । জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হওয়া যাবে না । অন্যতায় আইন অমান্য করার অপরাধে আইন প্রয়োগকারী সংস্থা আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে।
এছাড়াও তিনি সবাই কে সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য অাহবান জানান।