মোস্তফা কামালআজমিরীগঞ্জ : সারা দেশে করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে সব ধরণের পরিবহন । এ্ররই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের প্রায় দেড় শতাধিক যাত্রীবাহি সিএনজি গাড়ি অযত্নে অবহেলায় পড়ে থাকতে থাকতে নষ্ট হওযার উপক্রম হয়ে পড়েছে। শুক্রবার (২৪এপ্রিল) শিবপাশার যশকেশরী গ্রামের উজ্জ্বল মিয়ার একটি সিএনজি গাড়ি পড়ে থাকতে দেয়া যায়। গাড়িটি দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে বিকল হয়ে পড়েছে। গাড়িটির মালিক কোনভাবে ই চালু করতে পারছেনা না। বিষয়টি নিয়ে কথা হয় গাড়ির মালিকের সাথে ।

ছবি : এই সিএনজি গাড়িটি দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে বিকল হয়ে পড়েছে
তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, প্রায় একমাস যাবত গাড়ি না চালাতে পেরে খুব কষ্টকর জীবন যাপন করছি। এখন পরিবার পরিজন নিয়ে চলা ই মুশকিল হয়ে পড়েছে। এদিকে আমার গাড়িতে পড়ে থাকার ফলে গাড়ির যন্ত্রাংশে ক্ষতি দেখা দিয়েছে। তাছাড়া অনেক চালক আছেন তাদের গাড়ির কিস্তি দিতে হয়। গাড়ি না চালানোর ফলে তারাও খুব অসহায় হয়ে পড়েছেন। করোনা পরিস্থিতি আর লকডাউনের কারনে বেশির ভাগ চালকারাই অসহায় হয়ে পড়েছেন।