আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে লকডাউনে প্রশাসনসহ যৌথ বাহিনীর অভিযান চোখে পড়ার মতো। সরকারি বিধি -নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্হানে রয়েছে তারা ।
সোমবার (২৬ জুলাই) ২য় পর্যায়ে কঠোরতম বিধিনিষেধ পালনের ৪র্থ দিনে ম্যাজিস্ট্রেট,সেনাবাহিনী,পুলিশ ও আনসার সমন্বয়ে যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে ছিল সেনা ও পুলিশের টিম।
জনসচেতনতার পাশাপাশি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখা ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালনা করায় ৪ জনকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ইউএনও মতিউর রহমান খান বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।