দিলোয়ার হোসেন : আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সামন হতে শহীদ মিনার রোড পর্যন্ত বিভিন্ন জায়গায় বালু রেখে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায় উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনের রাস্তায় নির্মাণনাধীন মডেল মসজিদের নির্মাণ সামগ্রী রাখায় দিনের বেশিরভাগ সময়ই ঐ জায়গা যানজট লেগে থাকে।
এছাড়াও একি রাস্তায় বিভিন্ন জায়গায় স্তুপ আকারে বালু রাখা হয়েছে। উপজেলা প্রশাসন কার্যালয় থেকে লঞ্চঘাট পর্যন্ত রাস্তায় একাধিক বালুর স্তুুপ সরেজমিন ঘুরে দেখতে পাওয়া যায়। যার দরুন গাড়ি ও সাধারন মানুষের চলাচলে প্রায়ই বিঘ্ন ঘটে।
আজমিরীগঞ্জের স্থায়ী বাসিন্দা কালাই মিয়া বলেন, রাস্তা দখল করে এভাবে বালু রাখায় গাড়ি ও মানুষ চলাচলে অসুবিধা হয়। যানজটে সাধারন মানুষ ও গাড়ির ড্রাইভার দের ঝগড়া লেগেই থাকে। তিনি অবৈধভাবে দখল করে বালু যারা রাখে তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবী করেন।
উক্ত রাস্তাটি আজমিরীগঞ্জ এর প্রধান রাস্তা হওয়ায় সবসময় ব্যস্ত থাকেই তার উপরে আবার রাস্তাটি নির্মান কাজে ব্যবহার করলে মানুষের ভোগান্তি চরমে পৌছায়। নির্মাণ কাজ যতদিন শেষ না হবে ততদিন এই দুর্ভোগ সকলকে পোহাতে হবে।
স্থানীয় কর্তৃপক্ষের রহস্যজনক নজরদারির অভাবে বিভিন্ন কাঠামো নির্মাণের সময় মালিকরা রাস্তার সামনে কোনো জায়গা না ছেড়ে কোনো কোনো এলাকায় রাস্তার জায়গা দখল করে নির্মাণ সামগ্রী রাখার কারণে জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
কয়েকজন পথচারী বলেন, রাস্তার ওপর নির্মাণ সামগ্রী ফেলে রাখায় পথচারীরা চরম দুর্ভোগের শিকার হলেও রহস্যজনক কারণে এসব বিষয়ে নীরব থাকছে কর্তৃপক্ষ। আজমিরীগঞ্জে যানজনট তো এখন এমনেই বেশি তার উপর রাস্তা বন্ধ করে কাজ করলে যানজট আরো বাড়বে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুলতানা সালেহা সুমি ’র সাথে উক্ত ব্যাপারে যোগাযোগ করে বিস্তারিত বললে তিনি বলেন বিষয়টি আমি দেখছি। সত্যি এমন করা হলে ব্যবস্হা গ্রহন করা হবে।