আজমিরীগঞ্জে যুবলীগ নেতা সজিবের নেতৃত্বে রাতের আধারে সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 16 October 2021

আজমিরীগঞ্জে যুবলীগ নেতা সজিবের নেতৃত্বে রাতের আধারে সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ

Link Copied!

দিলোয়ার হোসেন  :  আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ থেকে ৩০-৪০ গজ দূরেই আজমিরীগঞ্জ জীপস্ট্যান্ডের পাশে সরকারী জায়গায় কোন রকম অনুমতি না নিয়ে রাতের আধারে ঘর নির্মান করে আজমিরীগঞ্জ-সিলেটগামী বিআরটিসি বাসের কাউন্টার করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,গত শুক্রবার (১৫অক্টোবর) বিকেলেও যে জায়গা খালি পরে ছিল সে জায়গায় এক রাতে পুরোপুরি একটা ঘর নির্মাণ করা হয়েছে। আজমিরীগঞ্জ বিআরটিসি কাউন্টার নাম দিয়ে উক্ত ঘরের দুইদিকে আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের বিভিন্ন ব্যানার ফেস্টুন লাগিয়ে দেয়া হয়েছে ওই স্থানে।
এদিকে রাতের আধারে সরকারী জায়গায় কোন প্রকার ইজারা বা অনুমতি না নিয়ে  ঘর নির্মান করায় এলাকার সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ অনেকটা মজার চলে বলতেছে, রুপকথার গল্পের মত আলাদীনের চেরাগের দৈত্যের জাদুর ছোয়ায় রাতারাতি ঘর তৈরী হয়ে গেছে।
রাতের আধারে উক্ত ঘর নির্মানের একটি ভিডিও চিত্র দৈনিক আমার হবিগঞ্জ এর কাছে এসেছে। ভিডিও বিশ্লেষণে দেখা যায় আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব নিজে উপস্থিত থেকে সরকারী জায়গা দখল করে ঘর নির্মান কাজের তদারকী করছেন।

ছবি : প্রশাসনের অনুমতি ছাড়াই কাউন্টারের নাম করে সরকারি জায়গা দখল করে ঘর তুলেছেন যুবলীগ নেতা সজিব

উক্ত জায়গায় ঘর নির্মাণ করতে কোন প্রকার অনুমতি নেয়া হয়েছে কিনা জানতে চেয়ে মমিনুর রহমান সজীবের সাথে যোগাযোগ করলে তিনি জানান,আমি সরকারী জায়গা দখল করে ঘর নির্মান করিনি। কেউ করছে বলেও আমি জানি না।
সরকারী জায়গায় বিনা অনুমতিতে কিভাবে ঘর নির্মাণ করছে জানতে চেয়ে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে জানান,বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানলাম। বিষয়টি দেখবো। সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ করার কোন সুযোগ নেই।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমির সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সরকারী জায়গা দখল করে যুবলীগ নেতার ঘর নির্মান করার ব্যাপারে হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানকে জানালে তিনি সব তথ্য ওনাকে দিতে বলেন এবং তিনি বিষয়টি দেখবেন বলে দৈনিক আমার হবিগঞ্জ কে নিশ্চিত করেছেন।

রাজনীতি সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়