আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) উপজেলা বাজারের বিভিন্ন ফার্মেসী দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২টি দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২ দোকান ব্যবসায়ী কে ২হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। এবং ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যেন না রাখে তা নির্দেশ দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী। এ সময় সাথে ছিলেন পৌর স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রুবেল রেজা । মোবাইল কোর্টকে সার্বিকভাবে সহযোগিতা করেন এস আই মোশারফ এর নেতৃত্বে থানা পুলিশের টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।