ঢাকাWednesday , 17 January 2024
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে মিশুক চালক হত্যার ঘটনায় আটক ২ : কারাগারে প্রেরণ

এম এ রাজা
January 17, 2024 7:27 pm
Link Copied!

হবিগঞ্জের আজমিরীগঞ্জ ৫নং শিবপাশা ইউনিয়নের আব্দুল্লাহপুর হাওরে ইজিবাইক(মিশুক) গাড়ি চালক আরজাহান (১৬) হত্যার ঘটনার ৫ দিন পর দুই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে আজমিরিগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত দুই আসামি হলো বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের মৃত ঘোসাই সরকারের পুত্র রথীন্দ্র সরকার (৩২) ও ১০নং সুবিদপুর ইউনিয়নের বলাকিপুর গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র আঃ সত্তার (৬৫)।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আজমিরিগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে এবং পরের দিন মঙ্গলবার ( ১৭ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি)ডালিম আহমেদ। এছাড়াও তিনি জানিয়েছেন, চালককে হত্যা করে চুরি করে নিয়ে যাওয়া মিশুক এবং মিশুকের ব্যাটারিও জব্দ করেছেন। আটককৃত দুই ব্যক্তি ব্যাটারি কেনাবেচার সাথে জড়িত। বর্তমানে মামলাটি তদন্তাধীন যার জন্য পূর্ণাঙ্গ তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য গত ১১ জানুয়ারী দুপুর ১টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের আব্দুল্লাহপুর হাওরে আরজান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরজান মিয়া বানিয়াচং উপজেলার ২ নং ইউনিয়ন পরিষদের চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র।

ঐদিন দুপুরে হাওড়ে গরু দেখাশোনা করার সময় এক শিশু রাখাল আরজান মিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে আরজান মিয়ার মরদেহ হাওড় থেকে উদ্ধার করে।