বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন আহমেদ (সাবেক এমপি) সড়কের জলসূখায় মিশুক (ব্যাটারী চালিত রিকশা) আটকিয়ে যাত্রী নামানোর অভিযোগে শ্রমিক অসন্তোষ দানা বাধতে শুরু করেছে। সমস্যা সমাধান না হলে যেকোনো সময় সংঘর্ষের আশংকা রয়েছে।
বানিয়াচং ৫/৬ নং বাজার ও বাবুর বাজারের মিশুক শ্রমিকরা জানান, সিএনজি অটোরিকশা শ্রমিকরা বানিয়াচং থেকে যাত্রী নিয়ে জলসূখা ও আজমিরীগঞ্জ যেতে পারেন। তেমনি আজমিরীগঞ্জ ও জলসূখা থেকে যাত্রী নিয়ে বানিয়াচং আসতে পারেন।
আজমিরীগঞ্জ ও জলসূখার মিশুক গাড়ি শ্রমিকরা যাত্রী নিয়ে বানিয়াচং আসতে পারেন এবং বানিয়াচং থেকে যাত্রী নিয়ে পুনরায় জলসূখা ও আজমিরীগঞ্জ যেতে পারেন।
কিন্তু বানিয়াচঙ্গের মিশুক শ্রমিকরা বানিয়াচং থেকে যাত্রী নিয়ে জলসূখা ও আজমিরীগঞ্জ গিয়ে নামিয়ে দিতে পারলেও পুনরায় সেখান থেকে যাত্রী উঠিয়ে বানিয়াচং আসতে পারেননা।
খালি গাড়ি নিয়ে বানিয়াচং ফিরতে হয়। জলসূখা থেকে যাত্রী উঠাতে দেননা সিএনজি অটোরিকশা শ্রমিকরা। আজমিরীগঞ্জ থেকে যাত্রী উঠিয়ে বানিয়াচং যেতে চাইলেও জলসূখা আসা মাত্রই সিএনজি অটোরিকশা শ্রমিকরা মিশুক গাড়ি আটকিয়ে যাত্রী নামিয়ে দেন।
আজমিরীগঞ্জ ও জলসূখার মিশুক শ্রমিকরা যাত্রী নিয়ে বানিয়াচং যেতে পারেন এবং বানিয়াচং থেকে যাত্রী উঠিয়ে পুনরায় জলসূখা ও আজমিরীগঞ্জ ফিরতে পারেন এতে কেউ বাধা দেয়না, তাহলে বানিয়াচঙ্গের মিশুক শ্রমিকদেরকে জলসূখা ও আজমিরীগঞ্জ থেকে যাত্রী উঠাতে বাধা দেয়ার হয় কেনো?
এমন প্রশ্ন মিশুক শ্রমিকরা সিএনজি অটোরিকশা শ্রমিকদেরকে করলে তারা সদুত্তর না দিয়ে উল্টো অপমান করে বিদায় করেন বলেও জানান। এনিয়ে বানিয়াচঙ্গের মিশুক শ্রমিকদের মাঝে অসন্তোষ দানা বাধছে বলেও শ্রমিকরা জানিয়েছেন।
ফলে যেকোনো সময় দু’দল শ্রমিকদের মধ্যে সংঘর্ষের আশংকা করছেন যাত্রীরা। কোনো সংঘর্ষের ঘটনা ঘটার পূর্বে এব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সুচিন্তিত পদক্ষেপ কামনা করছেন যাত্রীসহ শান্তিপ্রিয় জনসাধারণ।