আজমিরীগঞ্জে মাটি উত্তোলনের কাজে লিপ্ত থাকায় কারাদন্ড প্রদান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 December 2021
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে মাটি উত্তোলনের কাজে লিপ্ত থাকায় কারাদন্ড প্রদান

অনলাইন এডিটর
December 7, 2021 7:44 pm
Link Copied!

দিলোয়ার হোসেন :   হবিগঞ্জের আজমিরীগঞ্জে অবৈধভাবে যান্ত্রিক উপায়ে মাটি উত্তোলনের কাজে লিপ্ত থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার শিবপাশায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

ছবি : অভিযানে নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সাহেলা সুমী।

 

এসময় অবৈধভাবে যান্ত্রিক উপায়ে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের কাজে লিপ্ত থাকায় ময়মনসিংহ সদরের মোঃ শাওন মিয়া (২০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী।

তিনি জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।