দিলোয়ার হোসেন : আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসন উদেগ্যে নৌকার মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরন করা হয়েছে। বুধবার (১২আগস্ট) আজমিরীগঞ্জ লঞ্চ টার্মিনালে নৌকার মাঝিদের মধ্যে প্রশাসনের উদ্যগে লাইফ জ্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান।

ছবি : মাঝিদের হাতে লাইফ জ্যাকেট তুলে দিচ্ছেন ইউএনও মতিউর রহমান খান
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান আমার হবিগঞ্জকে জানান,আজমিরীগঞ্জে নৌ দূর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে লাইফ জ্যাকেটগুলি বিতরন করা হয়েছে। ভবিষ্যৎ নৌ দূর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন সব ধরনের পদক্ষেপ ধাপে ধাপে বাস্তবায়ন করবে।