আজমিরীগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার (০৪ আগষ্ট) আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের ভেজাল বিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে মেয়াদ উর্ত্তীন্ন পণ্য রাখায় কাকাইলছেও বাজারের মোদির দোকান শংকর ষ্টোরকে ৫০০০ টাকা, সুভাস সরকারের ফার্মেসিতে ভেজাল ঔষুধ পাওয়ায় ৩০০০ টাকা, বিসমিল্লাহ হোটেল ৩০০০ টাকা, ভাই ভাই হোটেল ২০০০ টাকা, মা হোটেল ৩০০০ টাকা, সরকার নির্ধারিত দাম থেকে বীজের দাম বেশি রাখায় রফিকুল ইসলামের বীজের দোকানে ৫০০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার আইন ৩৮/৬২ আইনে এই জরিমানা করা হয়।
অভিযানে আরোও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ স্যানাটারী ইন্সপেক্টর আমজাদ হোসেন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এস আই আল মামুনসহ কয়েকজন পুলিশ সদস্য।