আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 27 January 2022

আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Link Copied!

আজমিরীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে আজমিরীগঞ্জ বাজার এবং জলসুখা বাজারে কোভিড-১৯ মোকাবেলায় মাস্ক পরিধানে সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় সরকারের বিধিনিষেধ অমান্য এবং মাস্ক পরিধান না করায় (সংক্রামক রোগ ২০১৮)এর অনুসারে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদণ্ড আরোপ করা হয়েছে ।

ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী। এ সময় তিনি বলেন, সব সময় সবাইকে মাক্স পরিধান করতে হবে।  সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে । ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল ।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়