দিলোযার হোসেন : রোববার (১৬ আগস্ট) আজমিরীগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন হোটেল-রেষ্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে খাওয়ার অযোগ্য খাবার ও অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদউর্ত্তীন্ন মিষ্টি জাতীয় খাবার পাওয়ায় আজমিরীগঞ্জ বাজারের নূরমহল হোটেলকে ৩ হাজার,আজিম হোটেলকে ৩ হাজার,হাবিব হোটেলকে ৩ হাজার,ইস্তি রেস্টুরেন্টকে ১ হাজার,মন্টু মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার,শংকর মোদকের মিষ্টির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার আইন ২০১৮ এর ৫১/৫২ ধারায় এই জরিমানা গুলি করা হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এ.এস.আই বিদ্যুৎ দাসসহ একদল পুলিশ।