আজমিরীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান : ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 August 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে ভেজাল বিরোধী অভিযান : ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

অনলাইন এডিটর
August 13, 2020 10:24 pm
Link Copied!

ছবি: মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।

 

দিলোয়ার হোসেন, আজমিরীগঞ্জ : বৃহষ্পতিবার (১৩ আগষ্ট) আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বাজারে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে ভেজাল ও মেয়াদ উর্ত্তীন্ন পন্য পাওয়ায় জলসুখা বাজারের কাঞ্চন পাল জনি (মোদীর দোকান) কে ৫ হাজার টাকা, জীবন চন্দ্র গোপ (রেষ্টুরেন্ট) কে ৩ হাজার টাকা, অসিত রায় (মোদীর দোকানকে) কে ২ হাজার টাকা, বিধান রায় (মোদীর দোকান) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৪ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার আইন ২০১৮’এর ৩৯/৫২ ধারায় এই জরিমানাগুলি করা হয়।

আজমিরীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস জানান, আজমিরীগঞ্জে ভোক্তাদের সর্বোচ্চ অধিকার নিশ্চিত করতে তিনি নিয়মিত অভিযান পরিচালনা করে যাবেন।

অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এ.এস.আই লিয়াকতসহ কয়েকজন পুলিশ সদস্য।