আজমিরীগঞ্জে ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ কাজ পরিদর্শন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 19 December 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ কাজ পরিদর্শন

অনলাইন এডিটর
December 19, 2020 6:32 pm
Link Copied!

ছবি: পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও রিসার্চ আউটরিচ এন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এর পরিচালক মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল।

 

শেখ সজীব হাসান ; আজমিরীগঞ্জ উপজেলায় ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ কাজের পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও রিসার্চ আউটরিচ এন্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এর পরিচালক মোহাম্মদ আলী নেওয়াজ রাসেল।

শনিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে বারটায়, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাইর ও সলৌরী গ্রামে মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মান” প্রকল্পের অধীনে আজমিরীগঞ্জ উপজেলার নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও পরিদর্শন করেন মোহাম্মদ নেওয়াজ আলী।

এসময় উপকারভোগী ও স্থানীয় লোকদের সাথে আলোচনা করেন এবং একটি ঘরের নির্মাণ কাজ শুরু করেন তিনি। গৃহনির্মাণের ১ম পর্যায়ে আজমিরীগঞ্জ উপজেলায় মোট ৮৮ টি ঘর নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান, সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, সহকারী কমিশনার রাজীব দাস পুরকায়স্থ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল প্রমুখ।