আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জের সদর ইউপির সুজনী খালের উপর নির্মিত ব্রীজের পুর্বপাশে গর্ত গুলো মরণ ফাঁদে পরিণত হচ্ছে ।
কিছু দিন ধরে ব্রীজটি পাশের এই বেহাল অবস্থা। কয়েক দিন আগে এই গর্ত নিয়া অনলাইন লেখা লেখিও হয়। কিন্তু এই ভয়ংকর বিষয়টা আমলে নেয়নি কেউ ই। জনপ্রতিনিধিরাও মেরামতের জন্য এগিয়ে আসেনি।
বর্ষার ভারি বর্ষণের কারণে গর্ত গুলো দিন দিন বিশাল আকারের হচ্ছে । ভয়ংকর রূপ ধারণ করছে। কিছু দিন আগে ছোট গর্ত ছিল। এমতাবস্তায় উর্দ্ধতন কর্তৃপক্ষের কেই যদি এগিয়ে না আসেন ? পরবর্তীতে ভূল বশত সেই গর্তের ফাঁদে কোন গাড়ী যদি পরে যায় বা এই রাস্তা দিয়ে আজমিরীগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচলে যে কোন সময় খুব বড় অঘটন ঘেটে যেতে পারে। আজমিরীগঞ্জ মটর শ্রমিক ও জনগণের আবেদন যেন কর্তৃপক্ষ অতিদ্রুত রাস্তাটা মেরামত করার জন্য দাবি জানিয়েছেন।