দিলোয়ার হোসেন : সম্প্রতি বিভিন্ন দেশে বাংলাদেশী প্রবাসীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে,প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধানে আজমিরীগঞ্জ উপজেলা হলরুমে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার,প্রেসবিফ্রিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪জুন) এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খন্দকার বিদেশ গমনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
তিনি বিশেষ করে যারা দালালের খপ্পরেে পড়ে বিদেশ গমন করে,তাদের পরবর্তী বিভিন্ন সমস্যার কথা সেমিনারে উপস্থিত সকলকে বিভিন্ন বাস্তবমুখী উদাহারন দিয়ে বুঝিয়ে দেন। তাছাড়া বিদেশ গমনের ক্ষেত্রে সরকারী খরচ,ব্যাংক লোন,গমনের নিয়মাবলী,বিদেশে যাওয়ারপূর্বে কাজ সম্পর্কে ধারনা,রেমিট্যান্স পাঠানোর সঠিক নিয়ম এবং ফ্রী ভিসার অপকারীতা সম্পর্কে উক্ত সেমিনারে স্পষ্ঠভাবে ব্যাখা দেন।
আজমিরীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খন্দকার সেমিনারে উপস্থিত বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তারা যাতে আজকের সেমিনারের প্রত্যেকটি বিষয় তাদের নিজ নিজ এলাকার নাগরিকদেরকে বুঝান। যাতে বাংলাদেশের যেকোন নাগরিক বিদেশ গমনে সরকারী সহযোগীতা ও সুযোগ সুবিধা নেয়,দালাল হতে দূরে থাকে।