আজমিরীগঞ্জ প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলছে কঠোর লকডাউন। আর এ লকডাউনে মানুষের অপ্রয়োজনে বাইরে বের হওয়া রোধে তৎপর প্রশাসন। বৃষ্টি উপেক্ষা করে লকডাউনের দ্বিতীয় দিনে শুক্রবার (২জুলাই) আজমিরীগঞ্জের রাস্তায় সকাল থেকে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সমন্বয়ে তৎপর রয়েছে যৌথ বাহিনী ।
মানুষকে ঘরে থাকার মাইকিং ও করোনা প্রতিরোধে প্রচারণা চালাচ্ছেন যৌথ বাহিনীর সদস্যরা। এদিকে লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে উপজেলায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে আছেন প্রশাসন। দোকান পাট সব বন্ধ লক্ষ্য করা গেছে। যান চলালচল ও বন্ধ রয়েছে। শুধু মাত্র জরুরী প্রয়োজনের প্রমাণ স্বাপেক্ষে মানুষ চলাচল করতে পারছে। এদিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন রাশেদের নেতৃত্বে একটি দল প্রশাসনকে সার্বক্ষনিক সহায়তা করছেন।

ছবি : আজরিমীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাত-ঈল ইভানের নেতৃত্বে মাঠে রয়েছে সেনাবাহিনী
আজমিরীগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাত-ঈল ইভান দৈনিক আমার হবিগঞ্জ জানান, করোনা প্রতিরোধে কঠোর লকডাউন চলছে। মানুষকে করোনার ঝুঁকি থেকে রক্ষা করতে পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। বিধিনিষেধ অমান্য করে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।