আজমিরীগঞ্জে বিষাক্ত ভীমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 7 August 2021
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে বিষাক্ত ভীমরুলের কামড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Link Copied!

দিলোয়ার হোসেন  :   হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌর এলাকায় বিষাক্ত ভীমরুলের কামড়ে ২ ঘন্টার ব্যবধানে একই পরিবারের নিঃসন্তান স্বামী স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ জুলাই) আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে  রাত সাড়ে ১১ টায় স্বামী আবুল মিয়া (৮৫) এবং রাত  ২ টায়  আবুল মিয়ার স্ত্রী অযিতন নেছা (৫৫)  মৃত্যুবরণ করেন। মৃত আবুল মিয়া আজমিরীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের আজিমনগর জুম্মাহাটীর বাসিন্দা মৃত মুন্সিউল্যার ছেলে।

জানা যায়, নিজেদের জায়গা জমি না থাকায় বিগত ২০ বছরের ও বেশী সময় ধরে প্রতিবেশী মাসুক মিয়ার জায়গাতে একটি ঘর তুলে বসবাস করছেন নিঃসন্তান দম্পতি আবুল মিয়া ও উনার স্ত্রী অযিতন নেছা। স্বামী আবুল মিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ হওয়ার কারনে বিভিন্ন জায়গায় কাজ করতেন স্ত্রী অযিতন নেছা সেই সাথে স্বচ্চল পাড়া প্রতিবেশীরাও সাহায্য সহযোগীতা করতেন নিঃসন্তান এই দম্পতিকে।

ছবি : আজমিরীগঞ্জে ভীমরুলের কামড়ে মারা যাওয়া স্বামী-স্ত্রীর নিথর দেহ

গত শুক্রবার (০৬ আগস্ট) বিকাল আনুমানিক ৩টায় দুপুরের খাবার খেয়ে নিজের বসত ঘরে বিশ্রাম নিচ্ছিলেন আবুল মিয়া ও উনার স্ত্রী অযিতন নেছা। এ সময় বসত ঘরের সামনে থাকা আম গাছ থেকে ভিমরুলের বাসাটি ভেঙ্গে আবুল মিয়ার দরজার সামনে পড়লে বিষাক্ত ভীমরুল গুলো
এক সাথে আবুল মিয়ার ঘরে প্রবেশ করে আবুল মিয়া ও উনার স্ত্রীকে কামড়ানো শুরু করে।
এ সময় আবুল মিয়া ও উনার স্ত্রীর শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শুক্রবার (০৬ আগস্ট) রাত সাড়ে এগারোটায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় স্বামী আবুল মিয়া ও রাত ২টায় স্ত্রী অযিতন নেছা  মৃত্যুবরণ করেন।
মৃত্যুর খবরটি  ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । শনিবার (০৭ আগস্ট)  সকাল থেকেই শতশত জনতা নিঃসন্তান দম্পতির মৃত্যু সংবাদটি শুনে এক নজর দেখার জন্য তাদের বাড়িতে ভীড় জমান।
এ বিষয়ে উপজেলা স্বাস্হ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল হোসেন দৈনিক আমার হবিগঞ্জ কে  জানান-  স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর আমরা দেখতে পাই একাধিক ভীমরুলের কামড়ের ফলে অতিরিক্ত বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে উনাদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার জন্য ছাড়পত্র দেই।  কিন্তু তারা যেতে রাজি না হওয়ায় আমরা তাদের স্বক্ষর রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা প্রদান করি।
চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায়  আবুল মিয়া  মৃত্যুবরণ করেন। রাত ১২ টার দিকে আবুল মিয়ার স্ত্রী অযিতন নেছার অবস্হা খারাপের দিকে যায়। তখনও আমরা তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করার কথা বলি কিন্তু তাদের কোন আত্মীয় স্বজন না থাকায় কেউ তেমন সাড়া দেননি।
চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টায় অযিতন নেছাও মৃত্যুবরণ করেন। বিষযটি আমি আজমিরীগঞ্জ থানায় অবগত করেছি।
বিষয়টি আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ওসি) নুরুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।