আজমিরীগঞ্জ উপজেলার সদর বাজারে বেসরকারী ভাবে গড়ে উঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেডিল্যাব ক্লিনিক ও আজমিরীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উভয় প্রতিষ্ঠানকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স নবায়ন ও উভয় প্রতিষ্ঠানে বিদ্যমান অব্যবস্থাপনা শুধরাতে নির্দেশনা দেওয়া হয়েছে ।
রবিবার (২৯মে) বিকাল ৪ টায় আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো: সোহরাব হোসেন এবং আজমিরীগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জনাব মো: আমজাদ হোসেন অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
আজমিরীগঞ্জ থানার এস,আই মহসিন হোসেনের নেতৃত্ব একটি পুলিশ টিম অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।