আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার শিবপাশা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার ঘোষিত লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ২টি কাপড়ের ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, বিধি-নিষেধ বাস্তবায়নে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।