আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকে মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 2 August 2022
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকে মৃত্যু

Link Copied!

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল উপজেলার নগর মসজিদ উল্লা হাটির গিয়াস উদ্দিনের ছেলে।

সুত্র জানায়, সকাল থেকে তোফাজ্জলসহ ৩ জন শ্রমিক নগর মিস্ত্রি হাটির রঞ্জিত সূত্রধরের নির্মাণাধীন ভবনে কাজ করছিল। দুপুরে কাজের ফাঁকে তোফাজ্জল একটি রড মাটি থেকে হাতে নিয়ে উপরের দিকে উঠালে সেটি ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে লেগে যায়। এতে তার শরীর ঝলসে যায়। পরে আশেপাশের মানুষ এসে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরাত চিকিৎসক তোফাজ্জলকে মৃত বলে ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তোফাজ্জলের মরদেহ তাদের বাড়িতে নেয়া হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ দাফনের জন্য আবেদন করেছে পরিবার।