আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে বাল্য বিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেখা নেয়া হয়।
শনিবার (৩০ অক্টাবর) শুক্রবার দুপুরে বাল্য বিয়ের আয়োজন করার খবর পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্য বিয়ে পণ্ড করে দেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান খান জানান- উপজেলার কাকাইলছেও আনন্দপুর গ্রামের আশিকুর রহমান নিজের কিশোরী মেয়ের বিয়ে আয়োজন করেন। পরে খবর পেয়ে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান।
এ সময় বাল্য বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে ভেঙে দেয়া হয়। সেই সাথে অনুষ্ঠান আয়োজন করায় মেয়ে বাবা আশিকুর রহমানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
একই সাথে ভবিষ্যতে তিনি বাল্যবিবাহের আয়োজন করবেন না মর্মে মুচলেকা রাখেন। অভিযানে সহযোগীতা করেন আজমিরীগঞ্জ থানার এএসআই হেলাল সহ এক দল পুলিশ সদস্য।