স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জের জলসুখায় অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েকে বিয়ে দেয়ার প্রস্তুতি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খানের এর নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে বিয়ের অনুষ্ঠানে ভেঙ্গে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২নভেম্বর) সকাল সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করেন তিনি।
সেই সাথে এ অনুষ্ঠান আয়োজন করায়- আব্দুল মুহিত, পিতা আব্দুল মনাফ, সাং জলসুখা, আজমিরীগঞ্জ শহীদুল ইসলাম, পিতা মৃত তৈয়বুর আলী, সাং বিরাট, আজমিরীগঞ্জ কে বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুসারে মোট ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভবিষ্যতে তারা বাল্যবিবাহ আয়োজনে জড়িত থাকবেন না মর্মে মুচলেকা ও প্রদান করে তারা। অভিযানে এএস আই মহসিন এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মতিউর রহমান খান দৈনিক “আমার হবিগঞ্জ”কে জানান,বাল্যবিবাহ রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।