মোস্তফা কামাল, আজমিরীগঞ্জ : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আশরাফ এর পরামর্শে তল্রাশির জন্য পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে। বহিরাগত কেউ যাতে এই এলাকায় না ঢুুকতে পারে সেই জন্য এই পুলিশী চেকপোস্ট বসিয়েছে পুলিশ।শুক্রবার (১০এ্রপ্রিল) সকালে এই চেকপোস্ট বসানো হয়। এই বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:আশরাফ দৈনিক আমার হবিগঞ্জ কে জানান,সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে বানিয়াচং হয়ে আজমিরীগঞ্জ উপজেলায় অনেক অচেনা অপরিচিত মানুষ দল বেঁধে ঢুকছে বলে খবর পাচ্ছি।

ছবি : শিবপাশা বাজারে গাড়ি থামিয়ে তল্রাশি করছে পুলিশ
তার ই ধারাবাহিকতায় শিবপাশা বাজারে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তারপরও যদি কেউ পুলিশের চোখ ফাঁকি দিয় ঢুকার চেষ্টা করে তাহলে তাকে খোঁজে বের করে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা প্রদান করব। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেওয়া হবে বলেও জানান শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আশরাফ।