আজমিরীগঞ্জে বন্যার ভয়াবহ অবস্থা। রাস্তা তলিয়ে পানির নিচে। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে বন্যার ভয়াবহ অবস্থা। রাস্তা তলিয়ে পানির নিচে।

Link Copied!

শিশির, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জে বন্যার ভয়াবহ অবস্থা। রাস্তা তলিয়ে পানির নিচে। যদিও প্রাণঘাতী করোনা ভাইরাস এসে আমাদের কে থমকে দিয়েছে। তার মধ্যে আবার আমাদের মধ্যে নেমে এসেছে বন্যার হাহাকার। তলিয়ে যাচ্ছে রাস্তা ঘাটসহ নানান জায়গা। এতে চলাফেরার দুর্ভোগে পরেছেন স্থানীয় জনসাধারণ।

 

 

এটি আজমিরীগঞ্জ গরুর হাট এলাকার রাস্তা। যদিও প্রতিদিন এই রাস্তাটি দিয়ে হাজারও মানুষের আনাগুনা। এর মধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে এই সড়কটি। এতে ঝুকি নিয়ে ও চলাফেরা করতে হচ্ছে সাধারণ জনগনের। (১২ জুলাই) সরজমিনে এখানে আসলে এই রাস্তার বেহাল দশা দেখা যায়। দেখা যাচ্ছে সাধারণ জনগন নিজের জীবন বাজি রেখে চলাফেরা করছে। যেখানে যে-কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। তবু থেমে নেই মানুষ।

এবিষয়ে কথা হয় একজন মিশুক চালক এর সাথে৷ তিনি “দৈনিক আমার হবিগঞ্জ” কে জানান একদিকে আমরা করোনার আতঙ্কে রয়েছি। তার মধ্যে আবার আমাদের মধ্যে নেমে এসেছে বন্যার হাহাকার। তলিয়ে গেছে রাস্তা ঘাট। ঝুকি নিয়ে আমরা যাত্রী নিয়ে চলাচল করছি। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তিনি আরও বলেন এখনও পর্যন্ত নেওয়া হচ্ছে না পর্যাপ্ত ব্যবস্তা।

এসময় এলাকার সকল সচেতন মহল এই রাস্তাটির পর্যাপ্ত ব্যবস্তা নেওয়ার জন্য এলাকার জনপ্রতিনিধিদের কাছে আকুল আবেদন জানান।