তুষার আলম আকন্দ ,আজমিরীগঞ্জ : ২০১৯-২০২০ অর্থ বছরে খরিপ -১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের জন্য প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ ও চারা বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার(২৫জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠে এসব বীজ ও চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও চারা বিতরণ করেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও বেসরকারি প্রস্তাবিত বিল সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

ছবি : আজমিরীগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও চারা বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখছেন আব্দুল মজিদ খান এমপি
উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকারের সভাপতিত্বে বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আজমিরীগঞ্জ উপজলো পরিষদের চেয়ারম্যান মো: মর্ত্তুজা হাসান।

ছবি : আজমিরীগঞ্জে প্রান্তিক কৃষকের হাতে বীজ ও চারা তুলে দিচ্ছেন এমপি মজিদ খান