তুষার আলম আকন্দ ,আজমিরীগঞ্জ : ২০১৯-২০২০ অর্থ বছরে খরিপ -১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের জন্য প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ ও চারা বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার(২৫জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠে এসব বীজ ও চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও চারা বিতরণ করেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও বেসরকারি প্রস্তাবিত বিল সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
ছবি : আজমিরীগঞ্জে কৃষকদের মধ্যে বীজ ও চারা বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখছেন আব্দুল মজিদ খান এমপি
উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকারের সভাপতিত্বে বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আজমিরীগঞ্জ উপজলো পরিষদের চেয়ারম্যান মো: মর্ত্তুজা হাসান।
ছবি : আজমিরীগঞ্জে প্রান্তিক কৃষকের হাতে বীজ ও চারা তুলে দিচ্ছেন এমপি মজিদ খান
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই চারা বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য জনাব নজমুল হাসান,উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শিমা রাণী সরকার,উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান জনাব মমিনুর রহমান সজিব,৫ নং শিবপাশা ইউ/পি চেয়ারম্যান জনাব আলী আমজাদ তালুকদার, ৩ নং জলসুখা ইউ/পি চেয়ারম্যান মোঃ খেলু মিয়া প্রমুখ।