আজমিরীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 1 July 2021
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান

Link Copied!

আজমিরীগঞ্জ প্রতিনিধি :  সারাদেশের ন্যায় আজমিরীগঞ্জে লকডাউনের প্রথম দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে । বৃহস্পতিবার (১লা জুলাই) সকালে আজমিরীগঞ্জ উপজেলা সদরেরর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় । আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খানের নেতৃত্বে আজমিরীগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাত-ঈল-ইভান অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগীতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রাশেদসহ একদল সেনা সদস্য।

 

 

 

ছবি : আজমিরীগঞ্জে ইউএনও মতিউর রহমান খানের নেতৃত্বে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে

 

 

 

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।  অপর দিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে থানা অফিসার ইনর্চাজ নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশও মাঠে রয়েছে।

 

 

 

ছবি : আজমিরীগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন

 

 

 

প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানে আজমিরীগঞ্জে বেশীর ভাগ দোকানপাটসহ যানবাহান ও বন্ধ রয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান দৈনিক আমার হবিগঞ্জকে জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।