দিলোয়ার হোসেন : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি অরুণ কুমারের বিরুদ্ধে প্রশাসনের নির্দেশ অমান্য করে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউপি পাহাড়পুর বাজারে গত ৩/৪ দিন যাবত ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এ ব্যাপারে প্রথম দিনই প্রশাসনকে অবগত করা হলে তারা পাহাড়পুরে তহশীলদার সালাম মিয়ার মাধ্যমে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন না করার জন্য যুবলীগ নেতা অরুণ কুমারকে নির্দেশনা প্রদান করেন।
বদলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি অরুণ কুমার তহশীলদার সালামকে ম্যানেজ করে আজমিরীগঞ্জের কালনী নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অব্যহত রেখেছে। সরেজমিনে বুধবার দুপুরে গিয়ে দেখা যায়,নদীতে ড্রেজার দিয়ে লম্বা পাইপের মাধ্যমে পাহাড়পুর বাজারে বালু উত্তোলন করছে বালু খেকোরা। কালনী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর শুনে স্থানীয় সাংবাদিকরা তার সাথে যোগাযোগ করলে সে সাংবাদিকদের নানাভাবে কটুক্তি করে। দলীয় প্রভাব দেখিয়ে কটাক্ষ করে নানা কথাবার্তা বলে অরুণ কুমার তালুকদার।
একপর্যায়ে অরুণ কুমার তার নেতা সবকিছু সামাল দিবে মর্মে বালু উত্তোলন করছে। দম্ভোক্তি করে বলে কেউ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে পারবেনা। খোঁজ নিয়ে জানা যায়,তহশীলদার সালামের সহযোগীতায় অরুণ কুমার তালুকদার তার সহযোগী হরিদাস,দীপংকর চৌধুরী গৌর দাস,গোপাল দাস,মানবেন্দ্র দাস,শৈলেস দাস,পিযুষ বৈষ্ণব কে সাথে নিয়ে এলাকায় মাদক বিক্রি,জুয়ার আড্ডা,খাস জায়গা দখলসহ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে অল্পদিনেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে। যুবলীগ সভাপতি অরুণ কুমার তালুকদারের বিরুদ্ধে রাতের আধারে মদ খেয়ে মাতলামি,সরকারী খাস জায়গা দখল করে বিক্রি,বাজারের সবজি শেড দখল করে ভাড়া দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে। প্রভাবশালী দলের নেতা হওয়ায় এলাকার নিরীহ লোকজন তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়না। কেউ কোনো কিছু বললেই মামলার ভয় দেখিয়ে মুখ বন্ধ করে দেয়।
এ বিষয়ে অভিযুক্ত যুবলীগের সভাপতি অরুণ কুমার তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাহারপুরে বাজারে কোন ড্রেজার চলেনি। আর যদি চলেও আমি অবগত নই। তবে বা কারা বালু উত্তোলন করছে সেটা আমি বলতে পারবনা।
আজমিরীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান,বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। যারা আমাদের নির্দেশ অমান্য করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে তারা যে দলেরই বা যতবড় প্রভাবশালীই হোক তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে ছাড় দেয়া হবেনা।