স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর অধীনে শিবপাশা ইউনিয়নের দুস্থ, অসহায় ও হতদরিদ্র ৫শ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর করোনাকালীন উপহার হিসেবে নগদ ৫০০টাকা করে বিতরণ করা হযেছে।

ছবি : করোনাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তা তুলে দিচ্ছেন ইউএনও মতিউর রহমান খান ।
সোমবার (৩মে) বেলা এগারটায় শিবপাশা ইউনিয়নে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবিক সহায়তা তুলে দেন আজমিরীগঞ্জের নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান খান। এসময় শিবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারসহ সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।
এসময় উপকারভোগীগণ মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন।