দিলোয়ার হোসেন : আজমিরীগঞ্জ উপজেলাধীন প্রায় প্রতিটি বাজারেই নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির হিড়িক পড়ছে,আজমিরীগঞ্জ সদর বাজার,কাকাইলছেও,এবং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে খোলামেলা পরিবেশেই এই নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি হচ্ছে। আজমিরীগঞ্জ সদর ও কাকাইলছেও বাজারে কিছুটা গোপনীয়তা রক্ষা করে কারেন্ট জাল বিক্রি করলেও পাহাড়পুর বাজারে দোকানের সামনে সাজিয়ে গোছিয়ে কারেন্ট জাল বিক্রি হচ্ছে।
সরজমিনে প্রতিটি বাজার ঘুরে প্রায় প্রতিটি বাজারেই নিষিদ্ধ কারেন্ট জাল পাওয়া গেছে। পরিচয় গোপন রেখে কয়েকজন জাল ব্যবসায়ীর সাথে প্রশাসনের নিষেধ থাকা সত্তেও কারেন্ট জাল বিক্রি কিভাবে করেন জানতে চাইলে তারা জানান,বর্ষা মৌসুমের শুরুতে কারেন্ট জাল আমদানী করার আগেই আমরা উপর মহল ম্যানেজ করে ক্যারেন্ট জাল বিক্রি করি।

ছবি : আজমিরীগঞ্জে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য ওনার অফিসে গেলে অফিস বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানকে বিষয়টি জানালে তিনি জানান,প্রতিটি বাজারে কঠোর অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতাদের আইনের আওতায় আনা হবে এবং যদি কোন সরকারী কর্মকর্তা উক্ত ব্যাপারে ব্যবসায়ীদের সাথে জোগসাজশে কারেন্ট জাল বিক্রি করতে সহায়তায় জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।