
ছবি: ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হবিগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির ৷
দিলোয়ার হোসেন : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হবিগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির ২ নং বদলপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট পরিদর্শন করেন ৷
মঙ্গলবার (২৫ আগস্ট) পরিদর্শনকালে জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির ২ নং বদলপুর ইউনিয়নের কাটাখালি, পাহাড়পুরের নিকলীর ঢালা, ঝিলোয়া সহ ইউনিয়নের বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট পরিদর্শন করেন ৷
চলতি বছরে জুলাই মাসের শুরু থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট সহ নিম্নাঞ্চলের বাড়ি ঘর ডুবে যায় ৷
জানা যায় ২০০৪ সালের বন্যার পর এমন পানি উঠেনি অত্র উপজেলায় ৷ পাহাড়পুরের নিকলীর ঢালা পরিদর্শন কালে নিকলীর ঢালা কিভাবে স্থায়ী মেরামত করলে জনসাধারন যথাযথ সুবিধা পাবে সেই বিষয়ে নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির উপস্থিত জনসাধারনের সাথে পরামর্শ মুলক আলোচনা করেন ৷
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন. উপজেলা প্রকৌশলী তানজির উল্যা সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী মোসাদ্দেকুল ইসলাম, ২ নং বদলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
এ সময় ২ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুসেনজিৎ চৌধুরী ‘দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারনে হঠাৎ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের রাস্তাঘাট সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত
হয়েছে ৷নির্বাহী প্রকৌশলী মহোদয় পরিদর্শনে করেছেন, উনি আশ্বাস দিয়েছেন পানি নামার পর যত দ্রুত সম্ভব রাস্তাগুলো মেরামত করা হবে, সেই সাথে দীঘল বাগের রাস্তা, পীযুষ মাস্টারের বাড়ি সামনের রাস্তা সহ সেচের জন্য আরো কয়েকটি প্রকল্প অচিরেই বাস্তবায়নের আশ্বাস প্রদান করেছেন ৷
এসময় নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির ‘দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং ভারী বৃষ্টিপাতে হঠাৎ বন্যা পরিস্থিতির কারনে রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ এখন পানি নেমে যাওয়ায় আমি বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট পরিদর্শন করছি, পানি পুরোপুরি নেমে গেলেই যত দ্রুত সম্ভব আমরা মেরামতের কাজ শুরু করবো ৷