আজমিরীগঞ্জে নলকুপে নেই পানি : দুর্ভোগে জনগন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 1 March 2022

আজমিরীগঞ্জে নলকুপে নেই পানি : দুর্ভোগে জনগন

Link Copied!

আজমিরীগঞ্জ পৌরসভার শতাধিক অগভীর নলকূপ থেকে পানি আসে না। ফলে ওই পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের প্রায় কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে ডোবা,পুকুর থেকে পানি উঠিয়ে রান্না,গোসল করাসহ অন্য কাজে ব্যবহার করায় নানান রোগে আক্রান্ত হচ্ছে পৌরসভাধীন মানুষগুলো। বিশুদ্ধ পানির সঙ্কট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

এই দুভোর্গের কারণ হিসেবে বিএডিসির সেচ পাম্পকে দায়ী করছেন পৌরসভার মানুষ। এই পাম্পগুলো বন্ধ থাকলে আবার পানি এলেও এসব পানিতে থাকে আয়রণ।

স্থানীয় এলাকাবাসী জানায়, নলকূপগুলোতে পানি না থাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সমস্যায় ভুগছেন তারা। এলাকাবাসী জানিয়েছেন, গত দুই বছর যাবত শুষ্ক মৌসুমে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এবার শুকনো মৌসুম শুরু হতেই নলকূপে পানি ওঠা বন্ধ হয়ে যায়।

সেচ পাম্প বন্ধ থাকলে মাঝে মধ্যে সামান্য পরিমাণে পানি উঠে। এই পানিতেও রয়েছে আয়রণ। তাই পুকুর ও বিলের পানি ফুটিয়ে ফিটকিরি মিশিয়ে পান করছেন তারা। এ কারণে নানান রোগে ভুগছেন এলাকাবাসী।

ফলে পুকুর ও বিলের পানি ফুটিয়ে ফিটকিরি দিয়ে বেশিরভাগ পরিবারে খাবার পানি হিসেবে আর সাংসারিক কাজে ব্যবহার করা হচ্ছে পুকুর ও বিলের পানি। এ কারণে পেটের পীড়া,চর্মরোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।

অতি শীঘ্রই আজমিরীগঞ্জ পৌরসভায় সরকারীভাবে গভীর নলকূপ স্হাপনের মাধ্যমে পানি সংকট কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী লিখিত দাবী জানাবেন বলে জানিয়েছেন।

আবার অনেকেই অভিমান সুরে বলেন,আমরা সাধারন নাগরিক আমাদের কষ্ট দেখার কেউ নেই। আমরা ত নেতা না যে সরকারী বরাদ্দ কল এনে বসিয়ে সমস্যা থেকে বাঁচবো। নিকটে অতীতে আজমিরীগঞ্জ পৌরসভায় বরাদ্দ না থাকা সত্তেও নামধারী দুই একজন নেতার বাড়িতে সরকারী নলকূপ স্হাপন করা হয়েছে বলেও তারা আক্ষেপ করে জানান।

এ বিষয়ে  আজমিরীগঞ্জের জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী রবিউল আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘বছরের পৌষ,মাঘ,ফাল্গুন ও চৈত্র মাস পর্যন্ত পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় সাধারণ নলকূপে পানি ওঠে না।

এছাড়াও আবাদী জমিতে সেচ কাজে ব্যবহার করা হচ্ছে গভীর সেচ পাম্প,তাই সমস্যাটা আরো বাড়ছ। আপাতত আজমিরীগঞ্জ পৌরসভায় আমাদের গভীর নলকূপ বরাদ্দ নেই।

তবে আমরা আজমিরীগঞ্জ পৌরসভায় খুব দ্রুত পানি সংকট কাটাতে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।ওয়ার্ক অর্ডার পেলে কাজ শুরু হবে। তখন পানির ট্যাংকি স্হাপন করে পৌরসভায় পানির লাইন স্হাপনের মাধ্যমে সৃষ্ট পানির সংকট কাটবে বলে আমি আশাবাদী।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়