দেলোয়ার হোসেন, আজমিরীগঞ্জ : বৃহষ্পতিবার (১৬ জুলাই) আজমিরীগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার খান মতিউর রহমান’র সাথে আজমিরীগঞ্জ উপজেলার সাংবাদিকগন সৌজন্য সাক্ষাত করেন।
এসময় ইউএনও খান মতিউর রহমান আজমিরীগঞ্জের সার্বিক পরিস্থিতি আলোচনা করেন এবং কর্মক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় আজমিরীগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি স্বপন বণিক’কে সাংবাদিকদের পক্ষে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন নবাগত ইউএনও খান মতিউর রহমান
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বপন বণিক, সভাপতি আজমিরীগঞ্জ প্রেসক্লাব (দৈনিক ভোরের কাগজ), আবু হেনা (দৈনিক যায়যায় দিন), এনামুল হক মিলাদ (দৈনিক খোলা কাগজ), জিহান আহমেদ সেন্টু (দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস), দেলোয়ার হোসেন (দৈনিক আমার হবিগঞ্জ), রাইসুল ইসলাম নাঈম (দৈনিক সিলেট বার্তা), রুজেল আহমেদ (দৈনিক জননী)।