মামুনূর রাশীদ,আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ২ং ও ৩ং ওয়ার্ডের ১২টি গ্রাম কুশিয়ারা-কালনীর ব্যাপক ভাঙনের মুখে পড়েছে। এতে করে ঐ এলাকার প্রায় ৬০০ পরিবার ক্ষতিগ্রস্ত ও অন্তত ২শ পরিবার উচ্ছেদ হয়ে পড়েছে। এদের মধ্যে কেউ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে কেউবা আবার তাদের বাড়ি অন্যত্র সড়িয়ে নিয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায় কুশিয়ারা-কালনীর গর্ভে বিলীন হওয়ার শঙ্কায় রয়েছে- সাহনগর,উমেদনগর,জয়নগর,কন্যাজরি,
মেঞ্জারহাটি,হারগড়হাটি,গোসাইপু
প্রায় প্রতিদিনই কুশিয়ারা- কালনীর অগ্নিরূপ কেড়ে নিচ্ছে কারো না কারো ভিটেমাটি। কেউবা আবার শেষ চেষ্টা করে যাচ্ছে বাশ খুটির আড়াল দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত প্রায় ৫০ ফুট গভীরতার কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
সময়ের সাথে পাল্লা দিয়ে কুশিয়ারা-কালনীর অগ্নিশর্মা রূপ যেন দিনদিন আরো পরিণত হচ্ছে।
নদীপাড়ের মানুষ একদিকে হতদরিদ্র অন্যদিকে ঘনবসতি। হাওড় অঞ্চলের এই মানুষগুলির ভিটেমাটি ভাঙার পর তারা একে বারে সহায়সম্বলহীন হয়ে পড়ে।
উচ্ছেদ হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নেওয়া ২০ জনের সাথে কথা হয় “দৈনিক আমার হবিগঞ্জে”র। তাদের একজন হাবিবুর রহমান বলেন, “আমি গরীব মানুষ, গাঙে বাড়িঘর যা আছে সব লইয়্যা গেছেগা।অহন মাইনষ্যের বাড়িত বউ বাচ্ছা লইয়্যা থাকি।এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছ থাইক্কা কোন কিচ্ছু পাইছিনা”।
এতো গেলো উচ্ছেদ হওয়ার গল্প। কিন্তু যারা এখনো টিকে আছে খড়কুটোর মতো। যারা ঘুমালেই শুনতে পায় কুশিয়ারা-কালনীর কলতানের বিভৎস ডাক।
তাদের চোখেমুখে সর্বদা লেগে থাকে অমানিশা অন্ধকারে ছাপ। নদীর একেকটা ঢেউ যদি তাদের বাড়িতে না লেগে তাদের কলিজায় লাগতো তাহলেও হয়তো কিচ্ছুটা দুশ্চিন্তা মুছে যেত।
আবার নদীর ওপারে হাজার হাজার হেক্টর জমি চর পড়ে গেছে। সেখানে আবার কেউ কেউ বসতভিটা তৈরী করছে। সেখানকার বাসিন্দারা দেখছে নতুন স্বপ্ন আর এ পাড়ে হাহাকার। নদীর এ ভাঙা গড়ার খেলা এ পারের মানূষের কাছে কেবলই যাতনার,বিভৎস।
এই নদী যেন কারো কাছে প্রকৃতির কন্যা আবার কারো কাছে রাবণের চিতা।
উল্লেখ্য গত মার্চের ১৯ তারিখ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী এম,এল সৈকত,তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খন্দকার, উপজেলা চেয়ারম্যান মরতুজা হাসানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ভাঙনের শিকার উক্ত এলাকা পরিদর্শন করে গেছেন। উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান সে সময় পকল্প গ্রহনের দাবি জানালে প্রকৌশলী এম,এল সৈকত ২২শ মিটার ভাঙন রোধে পকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।কিন্তু গত তিন মাসেরও বেশি সময় অতিক্রান্ত হলেও দৃশ্যমান কিছুই হয়নি।
এ নদীপাড়ের ৩নং ওয়ার্ডের মেম্বার, দূর্যোগ কবলিত মানুষের জন্যে এখানে ওখানে ছুটে চলা নজরুল ইসলাম বাবুল ২আসনের এমপি আব্দুল মজিদ খানের বরাত দিয়ে “দৈনিক আমার হবিগঞ্জ”কে বলেন, ২ দিন আগেও উনার সাথে কথা হয়েছে। এখানে ২ কিলোমিটারের জন্য নদী ভাঙন রোধে প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
আর আমি ক্ষতিগ্রস্ত ও উচ্ছেদ হওয়া মানুষের তালিকা করে রেখেছি।কর্তৃপক্ষ চাইলেই দিয়ে দেব।
কিন্তু ৩নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সুবহানের কাছে উচ্ছেদ ও ক্ষতিগ্রস্তদের কোন তালিকা আছে কি না জানতে চাইলে তিনি বলেন কেউ চায়নি তাই তালিকা করিনি।তবে হিসাব চাইলে দিতে পারবো।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসানের সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, নদী শাসনের ব্যাপারটা সম্পুর্ন পানি উন্নয়ন বোর্ডের। তারা একবার দেখে ইস্টেমিট করে নিয়া গেছে। সেটা মন্ত্রণালয়ের প্রেরণ করেছে। বিল পাস হয়ে আসতে হয়তো সময় লাগবে। কিন্তু এখানে আমাদের সহযোগিতা করার কিছু নেই।