রায়হান উদ্দিন সুমন : আজমিরীগঞ্জে নতুন সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোহাম্মদ শফিকুল ইসলাম। সোমবার (২৬জুলাই) আনুষ্ঠানিকভাবে বিকেলে যোগদান করেন তিনি। এ সময় আজমিরীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান নবাগত সহকারি কমিশনার (ভূমি) শফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেন।

ছবি : আজমিরীগঞ্জে নতুন এসিল্যান্ড শফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইউএনও মতিউর রহমান খান
যোগদানের পূর্বে এসিল্যান্ড শফিকুল ইসলাম নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের আদেশে তিনি আজমিরীগঞ্জের সহকারি কমিশনার (ভূমি ) হিসেবে যোগদান করেন।
নবাগত এসিল্যান্ড মোহাম্মদ শফিকুল ইসলাম ৩৬তম বিসিএস ক্যাডার। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিভাগে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায়।