আজমিরীগঞ্জে দেদারসে চলছে লুডু নামের জুয়া খেলা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 15 April 2020

আজমিরীগঞ্জে দেদারসে চলছে লুডু নামের জুয়া খেলা

Link Copied!

মোস্তফা কামাল ,আজমিরীগঞ্জ  :   আজমিরীগঞ্জ উপজেলা শিবপাশা ৫ নং ওয়ার্ডের বন্দেরবাড়ি নামে পরিচিত আমির উদ্দিনের পুকুর পাড় ও সোহেল মিয়ার পুকুর পাড়ে প্রত্যেকদিন জুয়ার আসর বসে বলে জানায় স্থানীয়রা। তবে তাদের নাম অনিহা প্রকাশ করেছেন।জুয়াড়িরা এলাকায় দাপটশীল হওয়ার কেউ ভয়ে এ নেয় কথা বলতে নারাজ।

ছবি : আজমিরীগঞ্জের শিবপাশার বন্দেরবাড়িতে বসে জুযা খেলছে যুবকরা

ওই জায়গায় প্রত্যেকদিন বিভিন্ন ধরনের খেলা বসে। এদের মধ্যে গাফলা খেলা অন্যতম। অন্যদিকে মোবাইলে অ্র্যাপস এর মাধ্যমে লুডু দিয়ে যুবকরা জুয়া খেলে যাচ্ছে। এই জায়গায় নিরাপদ হওয়ায় তারা নির্বিঘ্নে এই জুয়া খেলা বসায়। এলাকাবাসীদের দাবী প্রশাসন যদি একটু নজর দেন তাহলে এ থেকে এলাকার যুবকরা রক্ষা পাবে।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়