দিলোয়ার হোসেন : সোমবার (১৭মে) রাত ৮ টায় সরকারি আদেশ অমান্য করে আজমিরীগঞ্জস্থ ঢাকাগামী দূর পাল্লার বাস লাকি পরিবহন স্বাস্থ্য বিধি অমান্য করে দ্বিগুণ ভাড়ায় যাত্রী বহন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রীদের টিকেটের টাকা তাৎক্ষণিকভাবে ফেরত দেয়া হয়েছে।

ছবি : ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন এক্কিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ
আজমিরীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাস উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আজমিরীগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাস জানান, চলমান লকডাউনে যারা সরকারী আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন।
এসময় এস আই লিটন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।