আজমিরীগঞ্জ পৌরসভার চরবাজারের শুটকিমহালে রাস্তার পাশের সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্হাপনা নির্মানের পায়তারা করে একটি ভূমিখেকো মহল।
নিজেদের কে লীজকৃত মালিক দাবী করে সরকারী জায়গার চারদিকে বাঁশের বেড়া দিয়ে নিজের দখলে রেখে অবৈধ পন্থায় বিক্রির পাঁয়তারা ও লোকমুখে শুনা যায়।
কিন্তু ভূমিখেকো ওই অসাধু ব্যাক্তিদের হাত থেকে সরকারি খাস জায়গা উদ্ধরে মাঠে নামে উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জ।
রবিবার (১৯নভেম্বর) আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আজমিরীগঞ্জ পৌরসভার শুটকিমহালস্থ রাস্তার জায়গার অবৈধভাবে দেয়া বেড়া অপসারন করে জায়গাটি দখলমুক্ত করেন।
তবে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ভূমিখেকে চক্রটি স্হান ত্যাগ করায় কাউকে সেখানে পাওয়া যায়নি বলে আমাদের জানানো হয়।ভ্রাম্যমাণ আদালতে জায়গা দখল মুক্ত করে দখলে ব্যবহারিত সরন্জামদী জব্দ করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে ।
প্রশাসনসূত্রে নিশ্চিত হওয়া গেছে ৪০ টি বাশের খুটি ও ৫ টি বাঁশের বেড়া জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রশাসন থেকে বলা হয়েছে
আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, আজমিরিগঞ্জ উপজেলা সরকারি জায়গা উদ্ধারে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে এবং যারাই আইন অমান্য করবে তাদের বিরুদ্ধেই কঠিন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা প্রদান করেন বলেও জানানো হয়েছে।