দিলোয়ার হোসেন : আজমিরীগঞ্জ বাজারে লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজের নেতৃত্বে নিয়মিত টহল জোরদার করা হয়েছে ।রোববার (৫এ্রপ্রিল) বাজারের বিভিন্ন জায়গায় টহল দেয় তারা। এ সময় বিনাকারনে বাজারে হাটাহাটি করা তিন যুবকে জরিমানা ও করা হয়।

ছবি : আজমিরীগঞ্জে টহল জোরদার করেছে সেনাবাহিনী
লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজ আমার হবিগঞ্জকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক ও শারিরীক দুরত্ব নিশ্চিত করতে আমাদের টহল অভিযান অব্যহত থাকবে।
এছাড়াও হ্যান্ড মাইক দিয়ে জনসাধারনকে সতর্কতামূলক কথাবার্তা বলেন লেফটেন্যান্ট আজওয়াদ।