আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে জেলেদের মধ্যে ত্রাণ বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 July 2020
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে জেলেদের মধ্যে ত্রাণ বিতরণ

Link Copied!

শিশির, আজমিরীগঞ্জ :  আমজিরীগন্জে জেলা প্রশাসক কামরুল হাসানের উদ্যোগে ত্রাণ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ৩ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিবপাশা ইউনিয়নের জেলেদের মধ্যে জেলা প্রশাসক কামরুল হাসানের উদ্যোগ ‘ জাল দাও, ত্রাণ নাও’ এর মাধ্যমে ৫০ টি জেলে পরিবারের মধ্যে প্রত্যেককে ৩০ কেজি চাল, ১কেজি সেমাই,১কেজি চিনি, ২৫০ গ্রাম গুড়ো দুধ, ১ টি সাবান বিতরণ করা হয়।

ছবি : আজমিরীগঞ্জে জেলেদের মধ্যে ত্রাণ তোলে দেয়া হচ্ছে

এসময় উপজেলা নির্বাহি অফিসার মতিউর রহমান খান বলেন, আপনারা সবাই জানেন কারেন্ট জাল সহ অন্যান্য জাল সরকার কর্তৃক নিষিদ্ধ। অতএব আপনারা এর থেকে বিরত থাকুন। তিনি আরও বলেন সরকারি নির্দেশ অমান্য করে কেউ যদি এই জাল ব্যবহার করেন তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং শাস্তি প্রধান করা হবে।

ছবি : ত্রাণ নিতে আসা জেলেদের দীর্ঘ লাইন

তাই সকল জেলেদের কে অবৈধ জাল ব্যবহার থেকে  বিরত  থাকার অনুরোধ জানান তিনি। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মর্ত্তুজা হাসান, সহকারী কমিশনার উত্তম কুমার দাশ, সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।