দিলোয়ার হোসেন : আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যেগে মঙ্গলবার (১৭আগস্ট) সকাল ১১ ঘটিকায় করোনা প্রতিরোধকারী সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরন করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ ( আজমিরীগঞ্জ-বানিয়াচুং) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তূজা হাসান,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমি,আজমিরীগঞ্জ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবা উদ্দিন ভূইয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।

ছবি : সুরক্ষা সামগ্রী তুলে দিচ্ছেন প্রধান অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ
জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে করোনা প্রতিরোধকারী সুরক্ষা সামগ্রী তুলে দেন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের হাতে করোনা প্রতিরোধকারী সুরক্ষা সামগ্রী তুলে দেন এবং সামগ্রী গুলি প্রতিটি ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে মানুষদের কাছে পৌছে দেওয়ার নির্দেশ প্রদান করেন।
এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য- কমপ্লেক্সের আরএমও মনির হুসেনের নিকট ২ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান করোনা পরিস্থিতিতে জান মাল সুরক্ষার বিভিন্ন উপায় তার বক্তব্যে ফুটিয়ে তুলেন সাথে সাথে ১৫ই আগস্টের স্মৃতিচারন করে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশদ আলোচনা এবং বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে সামনে পথ চলার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী করোনা মহামারীর এই বিপর্যয়ে সবাইকে এক থেকে করোনা প্রতিরোধ করার আহবান জানান। মাস্ক পড়া,বাইরে থেকে বাসায় ফিরে স্যানিটাইজার ব্যবহার করার তাগিদ দেন এবং ১৫ আগষ্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকান্ড বিস্তারিত আলোচনা করেন এবং সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে সোনার বাংলা হিসেবে বাংলাদেশকে গড় তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সবাইকে কাজ করতে আহবান জানান। অনুষ্ঠানে আজমিরীগঞ্জ প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ আওয়ামী পরিবারের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।