আজমিরীগঞ্জে জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ ৬ জনকে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। গত ২৫ জুলাই দিবাগত রাত দেড়টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো: রশিদ মিয়া (৫৫) আরশ আলী (৩২) গোলাম সাদেক (২০) সাহার আলী (৩৬) আব্দুল হক (৪২) মনির হোসেন (৪২) সর্ব সাং কাকাইলছেও ইউনিয়নের কামাল পুর দক্ষিণ পাড়া। পুলিশের দাবি অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে আরও ৫/৬ জন জুয়াড়ি পালিয়ে গেছে। এসময় ২ বান্ডিল তাস একটি ত্রীপাল ও নগদ ১৪ হাজার ৬শ ২৫ টাকা জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ডালিম আহমেদ।