আজমিরীগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা : গ্রেফতার ৩ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 21 December 2022
আজকের সর্বশেষ সবখবর

আজমিরীগঞ্জে জুয়ার আসরে পুলিশের হানা : গ্রেফতার ৩

Link Copied!

আজমিরীগঞ্জে জুয়ার আসরে হানা দিয়ে পুলিশ নগদ টাকা ও জুয়া খেলার উপকরণসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২০ডিসেম্বর) দিবাগত গভীররাতে রাতের প্রথম প্রহরে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর দিকনির্দেশনায় শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবিরের নেতৃত্বে “টিম আজমিরীগঞ্জ থানা” গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে অভিযান চালায়।

এসময় জুয়া খেলা অবস্থায় ওই গ্রামের মৃত ফুল মিয়ার পুত্র সানোয়ার মিয়া (২০), মৃত ওয়াহিদ মিয়া ওরফে অহিদ মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩৫) ও শেখ রহিছ উল্লা ওরফে রইছ উল্লার পুত্র শেখ মোঃ নাজিম উদ্দিন (২১) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১হাজার ৬শ ৩৬টাকা এবং জুয়া খেলার উপকরণ তাস জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।