আজমিরীগঞ্জে জীবানুনাশক ঔষধ স্প্রে করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 28 March 2020

আজমিরীগঞ্জে জীবানুনাশক ঔষধ স্প্রে করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দ

Link Copied!

দিলোয়ার হোসেন,আজমিরীগঞ্জ :  শনিবার (২৮মার্চ) আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন ও পৌর ছাত্রলীগ সভাপতি আহসানুল বাহার সাজিনের উদ্যেগে আজমিরীগঞ্জ পৌরসভার ২,৩,৪,৫,৬ নং ওয়ার্ডে জীবানুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে। সাথে সাথে হ্যান্ড মাইক দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধের বিভিন্ন সচেতনতামূলক কথাবার্তা ও বলেন নেতাকর্মীরা।
আজমিরীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন দৈনিক আমার হবিগঞ্জ কে জানান,আমরা সবাই যদি নিজনিজ জায়গা থেকে আমাদের বাসা-বাড়ি পরিষ্কার করি তাহলে অন্যরাও এসব দেখে উৎসাহিত হবে। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সাংবাদিক দিলোয়ার হোসেন,ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম নাঈম,রুয়েল খান,উচ্ছ্বাস মিয়া,মোফাজ্জল মিয়া প্রমুখ। আজমিরীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আহসানুল বাহার সাজিন জানান,পৌরসভায় করোনাভাইরাস প্রতিরোধে ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় কাজ করে যাবে।

আজমিরীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়